সর্বশেষ
17 Dec 2025, Wed

কেন্দুয়ায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেছে উপজেলা প্রশাসন

মাজহারুল ইসলাম উজ্জ্বল,
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামে শহীদ বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানের কবর জিয়ারত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ রিফাতুল ইসলাম ও কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলামের নেতৃত্বে নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামে শহীদ বীর মুক্তিযোদ্ধা মোখলেছুজ্জামান খান পাঠানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।এ কর্মসূচিতে সমাজসেবা,সমবায় ও যুব উন্নয়ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার ও তাদের দোসরদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান ও মোখলেছুজ্জামান খান পাঠান। তাঁদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *