
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সায়েম খান(৪৪)নামের সাবেক এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।তিনি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ির সামনে ফিশারি দেখতে গিয়ে পানি তোলার মর্টারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর জরুরি ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে,উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের বাসিন্দা মৃত কেনু খান ও জহুরা খাতুনের সন্তান ছিলেন তিনি।তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
