
কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত হয়েছে।এ উপলক্ষ্যে রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপস্থিত সকলে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।
পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক নুরুল হক, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা জমিয়তে ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ ফারুকী,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. সাদেকুর রহমান,উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ খাদিজা খাতুন,উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী,সাংবাদিক ও পালা নাট্যকার রাখাল বিশ্বাস, উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ সালাহ উদ্দিন সালামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার ও এ দেশীয় দোসরদের দ্বারা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে নৃশংস হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান।সেই সাথে ঐ হত্যাযজ্ঞের সাথে জড়িতদের খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় নিয়ে আসার দাবি তুলেন।তাছাড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মানের উপর গুরুত্বারোপ করেন তাঁরা।
উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন,আমাদের দেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে। যে লক্ষ্য ও চেতনায় দেশের জন্যে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন -আমাদের বীর সেনানীরা সেই লক্ষ্য ও চেতনা ধারণ করে সবাই মিলে এগিয়ে যেতে হবে।
