
কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় দরিদ্র এক কৃষকের ২১শতক জমির শিম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।এতে প্রায় ২লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি।
উপজেলার মাসকা ইউনিয়নের চক সাধক কোনাপাড়া গ্রামের মো.আব্দুস সালামের জমিতে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।ধারণা করা হচ্ছে শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
শনিবার (১৩ ডিসেম্বর) খুব সকালে প্রতিদিনের মতো কৃষক মো. আব্দুস সালাম তার জমিতে যান। তখন মনে হয়নি শিম গাছ কাটা হয়েছে।কিন্তু আনুমানিক সকাল সাড়ে ৯টায় আবারও তিনি জমিতে গিয়ে দেখতে পান, কে বা কারা তার পুরো জমির শিম গাছ কেটে ফেলেছে।
সরেজমিনে গিয়ে এ বিষয়ে কথা হয় কৃষক মো. আব্দুস সালামের সাথে।তিনি বলেন,এই জমিটা আমার জমা রাখা।নিজের জমি বলতে নেই বললেই চলে। কৃষিকাজ করেই আমার জীবিকা চলে। প্রায় ২লাখ টাকার ক্ষতি হয়ে গেলো আমার।কে বা কারা এর সাথে জড়িত জানি না।
উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা মুঠোফোনে বলেন,বিষয়টি অবগত নয়।খুবই দুঃখজনক ঘটনা।আমরা সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করবো। বিশেষ করে কৃষি অফিস থেকে কোন প্রোগ্রাম বা প্রদর্শনীর মাধ্যমে কিছুটা সহযোগিতা করা যেতে পারে।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে জানান, বিষয়টি জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
