
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ড.রফিকুল ইসলাম হিলালীকে বিজয়ী করার লক্ষ্যে মিছিল ও প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হাসান সুমন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। আরও বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি রুস্তম আলী, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, প্রচার দলের নেতা মিজানুর রহমান ও সাবেক ছাত্রনেতা আব্দুল লতিব প্রমুখ।
বক্তারা তৃণমূল নেতাকর্মীদের একত্রে কাজ করে প্রতিটি ভোটারকে ধানের শীষের পক্ষে সংগঠিত করার আহ্বান জানান। তারা বলেন, জনগণের আস্থা অর্জনই হবে এই নির্বাচনের মূল শক্তি,আর সেই শক্তিকে পুঁজি করেই ড. হিলালীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
