সর্বশেষ
17 Dec 2025, Wed

৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নেত্রকোণায় হিউম্যান এইড ইন্টারন্যাশনাল-এর আলোচনা সভা ও শোভাযাত্রা

ডেস্ক রিপোর্টঃ

৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল-এর নেত্রকোণা জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জনবান্ধব রাজনীতির দাবি” প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদ্যাপন করেছে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল।

বুধবার (১০ ডিসেম্বর)বর্ণাঢ্য শোভাযাত্রাটি জেলা শহরের ডিসি অফিসের সামনের সড়ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।এতে সংগঠনের নেতৃবৃন্দ,সচেতন নাগরিক,মানবাধিকার কর্মী,গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।

শোভাযাত্রা শেষে জেলা কমিটির সভাপতি এডভোকেট মো.রোকন উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শোয়াইব আলম শিশিরের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন নেত্রকোণা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম,সহ সাধারণ সম্পাদক শহীদূর রহমান মিথুন,সাংগঠনিক সম্পাদক মো.আলী উসমান আনসারী,যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ পিয়েল খান,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের মানবাধিকার কর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন,ফুটপাত দখল বন্ধ,ভেজাল ওষুধ নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ,জুয়া,মাদক সেবন ও মাদকব্যবসা প্রতিরোধ এবং গণধর্ষণের মতো জ্বলন্ত সামাজিক সমস্যার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *