সর্বশেষ
17 Dec 2025, Wed

কেন্দুয়ায় নবাগত অফিসার ইনচার্জ মো.মেহেদী মাকসুদের যোগদান

কোহিনূর আলম,কেন্দুয়া(নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মো. মেহেদী মাকসুদ। তিনি বিদায়ী অফিসার ইনচার্জ মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হোন।অফিসার ইনচার্জ হিসেবে হিসেবে এটাই তাঁর প্রথম পদায়ন।

সোমবার (৮ ডিসেম্বর) বিকালে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে এসে যোগদান করেন তিনি। এর আগে তিনি ঢাকা ডিবি অফিসের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।

নবাগত অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদের জন্ম ঠাকুরগাঁও জেলার শ্রীপুর ভূল্লী থানায়। ভূল্লী- ঠাকুরগাঁও সদর উপজেলার একটি নবগঠিত থানা।যা বালিয়া, আউলিয়াপুর, দেবীপুর, বড়গাঁও ও শুখানপুকুরী ইউনিয়ন নিয়ে গঠিত।এটি ভূল্লী নদীর নামে নামকরণ করা হয়েছে।

ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স (সম্মান) ও মাস্টার্স (স্নাতকোত্তর) ডিগ্রি শেষ করে বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে তিনি ফেনীতে প্রথম কর্মজীবন শুরু করেন । তাছাড়া নোয়াখালী ও ডিএমপিতে কাজ করার অভিজ্ঞতাও অর্জন করেন তিনি।

পরে ২০১৭ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে পঞ্চগড় জেলার ডিবি পুলিশের ইন্সপেক্টর(ওসি)’র দায়িত্ব পালন করেন তিনি।এর ১ বছর পর অর্থাৎ ২০১৮ সাল থেকে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ পদে পদায়নের আগ মুহূর্ত পর্যন্ত ঢাকা,ডিবি অফিসের প্রধান কার্যালয়ে তিনি কর্মরত ছিলেন।

কেন্দুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মো.মেহেদী মাকসুদ এক সৌজন্য সাক্ষাৎকালে বলেন, কেন্দুয়ার সার্বিক শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করতে চাই।এ ক্ষেত্রে প্রতিটি কাজে দল মত নির্বিশেষে সাংবাদিক মহলসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *