সর্বশেষ
17 Dec 2025, Wed

কেন্দুয়ায় বেগম রোকেয়া দিবসে অদম্য নারী সম্মাননা ও আলোচনা সভা

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে “অদম্য নারী পুরস্কার” প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রিফাতুল ইসলাম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা খাতুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ,উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফতাব উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, সফল নারী অনিকা আক্তার, শিক্ষক হারুন অর রশিদ, মোঃ আব্দুস সাকি,মারিয়া সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, সুরক্ষা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নারীর প্রতি নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ‘অদম্য নারী’দের সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *