সর্বশেষ
17 Dec 2025, Wed

কেন্দুয়ায় আধ্যাত্মিক সাধক হযরত শাহ্ সুফি আব্দুস সাত্তার খানের স্মরণে তিন দিনব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোণার কেন্দুয়ায় সর্বত্যাগী আধ্যাত্মিক সাধক হযরত শাহ্ সুফি আব্দুস সাত্তার খান (র:)–এর স্মরণে তিন দিনব্যাপী ৫ম বাৎসরিক পবিত্র ওরশ অনুষ্ঠিত হয়েছে।কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের ভূগিয়া গ্রামে খানেখান দরবার শরীফের উদ্যোগে ৪, ৫ ও ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে এ ওরশের আয়োজন করা হয়।

৪ ডিসেম্বর বাদ জোহর পবিত্র কোরআন তেলাওয়াত,মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ওরশের সূচনা হয়।তিন দিনব্যাপী এ আধ্যাত্মিক আয়োজনে অংশ নিতে দেশ–বিদেশ থেকে ভক্ত, মুরিদ ও আশেকানরা ভিড় করেন। ৬ ডিসেম্বর বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরশের সমাপ্তি ঘোষণা করা হয়।

ওরশকে কেন্দ্র করে এলাকার সর্বত্র ছিল উৎসবের আমেজ।মাজার প্রাঙ্গণে ছিল নানা পণ্যের মেলা আর ভক্তরা আশপাশের বিভিন্ন স্থানে কাফেলা স্থাপন করে আয়োজন করেছেন বাউল গানের আসর—যা মাজার এলাকা থেকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে।

মাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃশফিকুল ইসলাম খান বলেন,“আধ্যাত্মিক সাধক আব্দুস সাত্তার খান(র:)সংসারজীবন ত্যাগ করে দীর্ঘ ৪১ বছর মহান আল্লাহর ইবাদত-সাধনায় নিজেকে নিমগ্ন রেখেছিলেন। তিনি ২০২০ সালের ২৮ নভেম্বর ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর পর অগণিত ভক্ত এখানে আসেন এবং ইসলামের খেদমতে কুরআন তেলাওয়াত ও জিকির-আসকার করেন।”তিনি আরও জানান, মাজারে সিজদাহসহ সব ধরনের শিরক ও বিদআতি কাজ সম্পূর্ণ নিষিদ্ধ।

মাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃআব্দুল হেলিম ভূইয়া বলেন,“ওরশ উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।আইন শৃঙ্খলার কোন ব্যাঘাত হয়নি।মাজারের নতুন অবকাঠামো নির্মাণকাজ চলমান রয়েছে তা সম্পন্ন হলে এখানে বৃদ্ধাশ্রম, হাসপাতাল, এতিমখানাসহ বিভিন্ন সামাজিক-উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়া হবে।” তিনি আরও জানান, হযরত সুফি আব্দুস সাত্তার খান (র:)–এর আদর্শ সমাজে প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন সুন্দর সমাজ গড়ার লক্ষ্যেই দরবার শরীফের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *