সর্বশেষ
17 Dec 2025, Wed

কেন্দুয়ায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস।১৯৭১ সালের ৭ই ডিসেম্বর রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীকে পরাজিত করে কেন্দুয়াকে হানাদার মুক্ত ঘোষণা করেন।

রবিবার (৭ ডিসেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নানা কর্মসূচি পালন করা হয়।

সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড অফিস থেকে র‍্যালী বের হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি নুরুল হক ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল ইসলাম।

উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব আলী হাসান (অলি) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল- ইসলাম, উপজেলা জমিয়তে উলামায়ের সাধারন সম্পাদক হারুন অর রশিদ ফারুকী,ডেপুটি কমান্ডার আব্দুল কদ্দুছ লাল চান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রহমান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন,পৌর বিএনপির সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,কেন্দুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হাই সেলিম,সাংবাদিক রাখাল বিশ্বাস,শিক্ষক শহিদুল ইসলাম ভুঞা, মোখলেছুর রহমান বাঙ্গালী,মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল বকুল ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক কবিরুল ইসলাম কবির, মুক্তিযোদ্ধা সন্তান শাহাদাৎ হোসেন শুভ্র,আব্দুল জব্বার জানু,আশরাফুল আলম শাহীন,সাংবাদিক লিলি আক্তার, সালাহ উদ্দীন সালাম,মজিবুর রহমান প্রমুখ।

পরিশেষে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *