সর্বশেষ
17 Dec 2025, Wed

গণঅধিকার পরিষদের ট্রাক মার্কায় মনোনয়ন পেলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন রনি

কোহিনূর আলম,কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণা-৩(কেন্দুয়া-আটপাড়া) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কায় মনোনীত প্রার্থী হয়েছেন,কেন্দুয়ার সন্তান, গণঅধিকার পরিষদ-জিওপি যুব উইংস বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন রনি ওরফে এ.এইচ.রনি কে রূহি।

শনিবার (৬ ডিসেম্বর) বিকালে কেন্দুয়া বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি তা নিশ্চিত করেন।

নেত্রকোনা-৩(কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে বিএনপি,জামায়াতের পর গণঅধিকার পরিষদের একক নেতা হিসেবে বেশ আলোচনায় আছেন বলেও মনে করেন তাঁর সমর্থক ও স্থানীয় অনেকে।

আনোয়ার হোসেন রনি ওরফে এ.এইচ.রনি কে রূহির জন্ম কেন্দুয়া পৌরসভা সংলগ্ন কান্দিউড়া ইউনিয়নের কুন্ডলী গ্রামে। পিতা মো. গফুর আহমেদ ও মাতা মোছা: রোমেলা আক্তারের বড্ড আদরের সন্তান তিনি।বিএ অনার্স (সম্মান) শেষ করার পর গণ মানুষের কল্যাণে একজন অকতোভয় সংবাদকর্মী হিসেবে নিজেকে নিয়োজিত করেন।

একজন গণমাধ্যম কর্মী থেকে গণমানুষের নেতা হয়ে ওঠা খুব সহজ ছিলো না তাঁর।রূহি বলেন,”কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেওয়া দল গণঅধিকার পরিষদ-জিওপি। বিগত স্বৈরাচার সরকারের আমলে রাজপথে আন্দোলন সংগ্রাম থেকে গড়ে ওঠা এক সাহসী সৈনিক ভিপি নুরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার মেধাবী ছাত্রদের নিয়ে গড়ে ওঠা তারুণ্যের দল গণঅধিকার পরিষদ – জিওপি (ট্রাক মার্কা)।তিনি আরো বলেন, ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার।আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার।’আমি সাধারণ মানুষের বিশেষ করে তরুণদের পাশে থেকে সেবা দিতে চাই। জনগণের সুখ-দুঃখে সাথে থাকাই আমার রাজনীতির মূল ভিত্তি। তাই আসন্ন নির্বাচনে দলের সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থী হয়েছি। সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *