সর্বশেষ
17 Dec 2025, Wed

পূর্বধলায় স্লুইস গেটে বাঁধের পানিতে তলিয়ে গেছে কয়েকটি গ্রামের জমির বীজতলা

ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নে স্লুইস গেটে বাঁধের পানিতে তলিয়ে গেছে কয়েকটি গ্রামের জমির বীজতলা,এই নিয়ে ক্ষুব্ধ এলাকার কৃষকরা।

স্লুইসগেট নির্মাণের জন্য সোয়াই নদীতে তৈরি করা অস্থায়ী বাঁধের কারণে উজানের পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে।এতে উপজেলার ছয়টি গ্রামের শত শত কৃষকের বোরো ধানের বীজতলা তলিয়ে যাওয়ায় চারা সংকটের শঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার(৫ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নারান্দিয়া ইউনিয়নের বাবুইডহর এলাকায় সোয়াই নদীর ওপর স্লুইসগেট নির্মাণকাজ চলছে। তবে অস্থায়ী বাঁধ নির্মাণের সময় পানি চলাচলের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ফলে উজানের নিজামপুর, বাবুইডহর, দামধরভিটি,শানকোলা, তুলাবাইদ ও হবিবপুর গ্রামের বীজতলায় তিন ফুট পর্যন্ত পানি উঠে তলিয়ে গেছে।

কৃষকরা জানান, স্লুইসগেট তাদের সুবিধার জন্য হলেও নির্মাণকাজ পরিচালনার পদ্ধতিগত ত্রুটির কারণে এখন তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। বীজতলা তলিয়ে যাওয়ায় সামনে বোরো মৌসুমে চারা রোপণে বিপাকে পড়বেন বলে আশঙ্কা তাদের।

এ বিষয়ে এলাকার ভুক্তভোগী কৃষকরা বলেন,“বাঁধ দিলে পানির রাস্তা রাখতেই হবে।আমরা উপজেলা প্রশাসন, কৃষি অফিস আর পানি উন্নয়ন বোর্ডে বারবার জানিয়েছি—কেউ সাড়া দেয়নি। এখন যদি পাইপ বা অন্য কোনোভাবে পানি নামানোর ব্যবস্থা করে, তাহলে কিছু বীজতলা হয়তো বাঁচানো যাবে। না হলে বোরো মৌসুমে চারা পাব না,ধানও চাষ করতে পারব না।”

নির্মাণস্থলে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি।তবে মুঠোফোনে কথা হয় পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান খানের সাথে।তিনি বলেন, “আমি সদ্য যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। কৃষকদের ক্ষতি কমাতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় কৃষকদের আশঙ্কা—যদি দ্রুত পানি নিষ্কাশন না করা হয়, তবে পুরো মৌসুমেই বোরো চাষ ব্যাহত হতে পারে।ফলে সাধারণ কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *