
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শাহিন ম্যাডাম(এস.এম)মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর)বেখৈরহাটি বাজারস্থ রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয় এই পরীক্ষা।
এ বছর মোট আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪১৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- আইডিয়াল কিন্ডার গার্টেন বেখৈরহাটি বাজার,বীরাঙ্গনা সখিনা এম.টি.সি মডেল স্কুল কুমড়ি গৌরীপুর,বাকি নূর কিন্ডার গার্টেন রামপুর,মগরাইল রৌদ্র কিন্ডার গার্টেন বাঁশাটি,নতুন কুঁড়ি কিন্ডার গার্টেন রামনগর,পরশমনি কিন্ডার গার্টেন রামপুর,মমতা আইডিয়াল একাডেমী বিদ্যাবল্লভ এবং আল-হেরা কিন্ডার গার্টেন গড়াডোবা।
পরীক্ষা পরিদর্শন করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।হল সুপারের দায়িত্বে ছিলেন পরশমনি কিন্ডার গার্টেনের পরিচালক মোছলিহা মাহবুব এবং সহকারী হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মগরাইল রৌদ্র কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মোঃ শামসুল হক (রনি)। কেন্দ্র সচিব ছিলেন রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হেলিম।
বৃত্তি পরীক্ষার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আইডিয়াল কিন্ডার গার্টেনের পরিচালক মোঃ লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক ছিলেন বাকি নূর কিন্ডার গার্টেনের পরিচালক মোঃ মনজু মিয়া। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন নতুন কুঁড়ি কিন্ডার গার্টেনের পরিচালক খন্দকার সোহাগ কবির।
পরিদর্শক জসিম উদ্দিন আহমেদ খোকন বলেন,“শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধিতে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এটি শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ে সহায়তা করে এবং তাদের পড়াশোনায় আগ্রহ বাড়ায়।”
তিনি আরও বলেন, “শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে নিয়মিতভাবে এ ধরনের বৃত্তি পরীক্ষার প্রয়োজন রয়েছে।এতে মেধাবী শিক্ষার্থীরা প্রণোদনা পাবে এবং শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তন আসবে।”
