সর্বশেষ
17 Dec 2025, Wed

রাশিদিয়া ছাত্র কাফেলার আয়োজনে কেন্দুয়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও তানযীমুল মাদারিসিল ক্বাওমীরা আল-আরাবিয়া এর কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহন করে সম্মিলিত মেধা তালিকায় স্থান অর্জনকারী ছাত্রদের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান-২০২৫ এবং সারা বছর সাপ্তাহিক বক্তৃতা অনুষ্ঠানে পুরষ্কার প্রাপ্ত ছাত্রদের নিয়ে বাৎসরিক বক্তৃতা অনুষ্ঠান সেরাদের সেরা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় রাশিদিয়া ছাত্র কাফেলার আয়োজনে কেন্দুয়া পৌরসভার দিগদাইর-আরামবাগস্থ জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদ্রাসার হলরুমে উক্ত পুরষ্কার বিতরনী ও সেরাদের সেরা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জামিয়ার মুহতামিম মাওলানা শরিফুল ইসলাম জিহাদির সভাপতিত্বে ও হাফিজুর রহমান সঞ্চালনায় বক্তব্য রাখেন, এনসিপি কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি নাহিদ ইসলাম, জনতা ব্যাংক কেন্দুয়া শাখার ম্যানেজার মোহাম্মদ রুহুল আমিন সুজন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (মিতালি উচ্চ বিদ্যালয়) মো. জসিম উদ্দিন ভুইয়া, ছাত্র কাফেলার তত্ত্বাবধায়ক মুফতি উবাইদুল্লাহ রিয়াদ প্রমুখ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঁইয়া, মুফতি শফিকুল ইসলাম রহমানি, শিক্ষার্থী,স্থানীয় আলেম-উলামা এবং দাওয়াতি অতিথিবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীবৃন্দ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতি তাঁর বক্তব্যে বলেন,ক্বওমী মাদরাসার শিক্ষা কুরআন–সুন্নাহর আলোকে তোমাদের চরিত্র গঠন করতে হবে।আল্লাহকে ভয় করতে হবে।দিলে তাকওয়া পয়দা করতে হবে।এ জন্যে তোমাদেরকে বেশি বেশি পড়াশোনা করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।এর মধ্যে ছিলেন: বেফাক পরীক্ষার মেধাতালিকায় স্থান অর্জনকারী ২০ জন ছাত্র।

বক্তৃতা প্রতিযোগিতায়“সেরাদের সেরা” ৫ জন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বৃত্তি পরীক্ষায় তৃতীয় স্থানসহ বিভিন্ন স্থান অর্জন করেন। এদের মধ্যে একজন ৬ বছর একনাগাড়ে অনুপস্থিত না থাকা শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম।

তাছাড়া দেশ,জাতি,বিশ্ব মুসলিম উম্মাহ ও সকল ছাত্র-শিক্ষকের মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনাও করা হয় সবার অংশগ্রহণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *