সর্বশেষ
17 Dec 2025, Wed

আটপাড়ায় জেলা প্রশাসকের সঙ্গে উপজেলার জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাগণের মতবিনিময়

আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান আটপাড়া উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তা এবং উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান। সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমীন দৃষ্টি।

সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, আটপাড়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর,সদস্য আমির খসরু স্বপন প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক উপজেলার উন্নয়ন, সুশাসন,জনসেবা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।এছাড়া তিনি ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *