
ডেস্ক রিপোর্টঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণায় ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি,প্রতিবন্ধীদের হুইলচেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি,সামাজিক অগ্রগতি তরান্বিত করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার(৩ ডিসেম্বর) সকালে জেলা সমাজসেবা কমপ্লেক্সে জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এবং কারিতাসসহ নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতায় বর্ণাঢ্য আনন্দ র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ্ আলমের সভাপতিত্বে এবং শহর সমাজসেবা কর্মকর্তা মহিবুল্লাহ হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)স্বজল কুমার সরকার,ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুহুল আমিন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন,কারিতাসের অ্যানিমেটর সারেন তজু,রাজুর বাজার কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা,অটিজম বিষয়ক সহকারী পরিচালক মো. জাকারিয়া,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী,জাগরণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কে এম জামী এবং সাজিউড়া অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিরা সমাজে বিভিন্ন বাধার সম্মুখীন হোন।প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে সমান সুবিধা নিশ্চিত করতে হবে এবং জেলার প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।সকলের উচিত শারীরিকভাবে অসম্পূর্ণ ও অসংগতিসম্পন্ন প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন করা।
অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
