সর্বশেষ
17 Dec 2025, Wed

কেন্দুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জন

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোণার কেন্দুয়ায় কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করছেন তারা। তাদের এ সব যৌক্তিক দাবির পক্ষে সমর্থন জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিও।

শিক্ষকরা বিভিন্ন শ্লোগান ও বক্তব্যে সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান ও সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তাসহ গত ৮ নভেম্বর শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঐক্যবদ্ধভাবে অনির্দিষ্টকালের জন্যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে নেয়ার প্রতিশ্রুতি ও হুশিয়ারি দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার ১শত ৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত সহকারি শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আফতাব উদ্দিন মুঠোফোনে জানান,এটা তাদের কেন্দ্রীয় আন্দোলনের অংশ।এ ক্ষেত্রে আমার কিছু বলার নেই।তবে শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার ভীষণ ক্ষতি হচ্ছে -এটা সত্য।তিনি আরো বলেন,আমরা সরকারি নির্দেশ মেনে কাজ করতে বাধ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *