
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো.রিফাতুল ইসলাম। তিনি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের স্থলাভিষিক্ত হোন।ইউএনও হিসেবে এটাই তাঁর প্রথম পদায়ন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে এ যোগদান করেন তিনি। এর আগে তিনি ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
নবাগত মো.রিফাতুল ইসলামের জন্ম মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়।ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করে ৩৭তম বিসিএস’র মাধ্যমে তিনি রাজশাহীতে প্রথম কর্মে যোগদান করেন।
এ সময় কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন,সাংবাদিক মহলসহ সকলের সহযোগিতায় কেন্দুয়ার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। সরকারি প্রতিটি কাজে দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণও জরুরি।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর প্রথম ধাপে দেশের ১৬৬ উপজেলায় নতুন ইউএনও হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
