সর্বশেষ
17 Nov 2025, Mon

অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে পূর্বধলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

মোঃ নজরুল ইসলাম,পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধিঃ

দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার খলিশাউড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: হাবিবুর রহমান (৪৬) এবং একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: খাইরুল ইসলাম(৪০)।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা পূর্বধলা থানার মামলা নং–০১,তারিখ ০১-১২-২৪, ধারা–১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩/৪/৬ ও দণ্ডবিধির ১৪৩/৩২৩/১১৪ ধারায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি ছিলেন।

তিনি আরও জানান, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *