
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামি মো. বায়জিদ ভূইয়া (৪২) এবং ওয়ারেন্টভুক্ত আসামি মো. রাসেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে মজলিসপুর বাজার এলাকা থেকে পেমই তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলমের নেতৃত্বে বায়জিদ ভূইয়াকে গ্রেফতার করা হয়। তিনি খালিজুড়া এলাকার মৃত মমিন ভূইয়ার ছেলে। বায়জিদ ভূইয়ার বিরুদ্ধে মাদক আইনের একাধিক মামলা রয়েছে এবং তিনি ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি বলে পুলিশ জানায়।
এদিকে শুক্রবার রাতে উপজেলার খালিজুড়া গ্রামে নিজ বাড়ি থেকে ওয়ারেন্টভুক্ত আসামি মো. রাসেল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তিনি সাদির মিয়ার ছেলে।
পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ তফাজ্জল হোসেন বলেন, গ্রেফতার মো. বায়জিদ ভূইয়া একজন সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। অপর আসামি রাসেল মিয়া ওয়ারেন্টভুক্ত। তাদের দুজনকেই কেন্দুয়া থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে তাদের জেলা আদালতে প্রেরণ করা হবে।
