
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
কেন্দুয়া উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতাধীন আঞ্চলিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টার দিকে শেষ হয়।
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় চারটি প্রতিষ্ঠানের মোট ২১০ জন শিক্ষার্থী অংশ নেয়,যার মধ্যে একজন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— আল নূর কিন্ডারগার্ডেন, উলুয়াটি আদর্শ কিন্ডারগার্ডেন, রাজঘাট ইসলামিক কিন্ডারগার্টেন এবং নতুন কুড়িঁ কিন্ডারগার্টেন। প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আক্তার খানম।
আঞ্চলিক বৃত্তি পরীক্ষার সভাপতি ছিলেন আল নূর কিন্ডারগার্ডেনের পরিচালক আবু সুয়েম ভূঁইয়া।পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনের পরিচালক মেজবা উদ্যোজা।
পরীক্ষায় হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন রাজঘাট ইসলামিক কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মাহি হাসান মাসুদ ও সহকারি হল সুপারের দায়িত্ব পালন করেন উলুয়াটি আদর্শ কিন্ডারগার্টেনের মোহাম্মদ ওয়াজেদ আলী।
পরিদর্শক কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং শিক্ষার মানোন্নয়নে বৃত্তি পরীক্ষার গুরুত্ব অপরিসীম। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিশুদের মনোযোগ, আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়ে। আমরা চাই,উপজেলার প্রতিটি শিক্ষার্থী সমান সুযোগ পাক এবং নিজেদের যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে এগিয়ে আসুক। তাই এই বৃত্তি পরীক্ষা শুধু নিয়মিতই নয়, আরও ব্যাপক পরিসরে আয়োজন করা হবে।শিক্ষার মান বজায় রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে এসোসিয়েশন সবসময় কাজ করবে।”
তিনি আরও বলেন, “অভিভাবক, শিক্ষক এবং প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকলে প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী হবে। আমরা চাই পুরো উপজেলায় এই পরীক্ষাকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে।”
