
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে সান্দিকোনা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ফেরী মোড় প্রদক্ষিণ করে সাহিতপুর বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও তাঁতী দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বক্তারা বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা লকডাউন কর্মসূচির নামে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এ ধরনের অযৌক্তিক কর্মসূচির বিরুদ্ধে যুবসমাজ রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।
সমাবেশে বক্তব্য রাখেন সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম,উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম খান মহসিন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবুল, কৃষক দলের সভাপতি সুলতান ভুইয়া, যুবদলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত বাবু ও যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেনসহ অনেকে।
সমাবেশটি পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রবিন।
