সর্বশেষ
13 Nov 2025, Thu

কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বণার্ঢ্য র‍্যালী

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় সোমবার (১০ নভেম্বর) উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে এক বর্ণাঢ্য ও বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বিকাল ৪ টার দিকে কেন্দুয়া পৌর সদরের সাউদপাড়া মোড় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে সেটি কেন্দুয়া পুরাতন বাসস্ট্যন্ড শহিদ মিনারে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন আহমেদ খোকন।

র‌্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।‘ধানের শীষ’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা সদর।

আয়োজকরা জানান, উপজেলার তেরটি ইউনিয়ন ও পৌরসভা থেকেই নেতাকর্মীরা অংশ নেন। বিপুল জনসমাগমে পুরো উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিপ্লব, সংহতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে মুখরিত ছিল কেন্দুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *