
ডেস্ক রিপোর্টঃ
ডিপ্লোমা প্রকৌশলী উইং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির যুগ্ম সমন্বয়ক,জুলাই আগস্ট ঐক্য পরিষদের আহবায়ক প্রকৌশলী শেখ জামাল আবির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৫৯, নেত্রকোনা-৩ (কেন্দুয়া- আটপাড়া)আসনে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা,প্রাইভেট থেকে বিএসসি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সি আই কোর্স সম্পন্ন করা এই মেধাবী ছাত্রনেতা নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নে গ্ৰামের এক নিবিড় শান্ত ছায়ায় এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্ৰহন করেন।উনার বাবা একজন কৃষক ও মাতা একজন গৃহিণী।পারিবারিক ভাবে তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে জানতে চাইলে প্রকৌশলী শেখ জামাল আবির বলেন, বিগত ২৪শে জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থান কে বুকে ধারণ করে আমি আগামী সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করছি।
তিনি আরো বলেন,পরিবর্তনের জন্য প্রয়োজন-নতুন চিন্তা,নতুন নেতৃত্ব।রাজনীতিকে জনগণের সেবার ক্ষেত্র হিসেবে দেখতে হবে।’দেশ বদলাবে নতুন নেতৃত্বে’–এই ধারায় সৎ,যোগ্য, জনগণের কাছে দায়বদ্ধ নেতৃত্ব গঠনের লক্ষ্যে এনসিপির যে প্রক্রিয়া চলছে তাতে আমি যুক্ত হতে চাই।এনসিপি’র কেন্দ্রীয় নীতিনির্ধারক মহল থেকে সুবিবেচনাপ্রসূত আমি মনোনীত হলে এবং জনগণের ভোটে নির্বাচিত হলে বিগত সময়ের স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র গঠনের সকল প্রকার নেতিবাচক কর্মকান্ড থেকে মুক্ত থেকে উন্নয়নের প্রশ্নে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি,নারীর অধিকার প্রতিষ্ঠায় নারীবান্ধব সমাজ গঠন ও স্বাবলম্বী হওয়ার নিমিত্তে পরিবেশ বান্ধব শিল্পকারখানা গড়ে তোলার এক বৃহৎ পরিকল্পনা রয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার জন্য তিনি সকল বেকার যুবক- যুবতীদের জন্য শিল্পকারখানা বিনির্মানের মাধ্যমে এক নতুন বাংলাদেশ রুপান্তরিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এছাড়া আমি এলাকার একটি শিশুও যেন অর্থাভাবে পড়ালেখা থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করবো।এই এলাকার জনজীবনের দুঃখ দুর্দশা দূর করবো।
প্রকৌশলী শেখ জামাল আবির বলেন,আমার নির্বাচনী এলাকায় যদি এনসিপি অন্য কোন প্রার্থীকে মনোনীত করে, তাহলে আমি তাঁর হয়েও কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি।
জুলাই আন্দোলনে সম্মুখ সমরে অংশগ্রহণকারী এনসিপি’র বিপ্লবী নেতা প্রকৌশলী শেখ জামাল আবির কেন্দুয়া-আটপাড়ার আপামর জনসাধারণের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করে বলেন,আমি যদি আমার প্রিয় সংগঠন এনসিপি থেকে মনোনয়ন পাই ও এলাকার সচেতন ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনে জনগণের রায় নিয়ে বিজয়ী হতে পারি তাহলে আমি আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবো।
