
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
“কথার নাই মাথা-ব্যাঙে চিড়া খায়-বাপ বিয়া হবার আগে পুত-হউর বাড়িত যায়” এমন বিভিন্ন কথায় আমাদের সংস্কৃতির অন্যতম শিকড় কিচ্ছাপালা নিয়ে এই প্রথম-বৃহত্তর আয়োজন কিচ্ছা উৎসব উদ্বোধন করা হয়েছে নেত্রকোণার কেন্দুয়ায়।
শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সর্বস্বর সংগঠনের উদ্যোগে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপস্থিত সকলের মাঝে ফুল ছিটিয়ে ও গান গেয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।
এই কিচ্ছা উৎসবে সারাদিন ও রাতব্যাপী কিচ্ছা পরিবেশন করবেন,কুদ্দুস বয়াতী, সায়িক সিদ্দিকী, দিলু বয়াতী, আশিক বয়াতী, অলিউল্লাহ বয়াতী, সবুজ বয়াতী, জসিম বয়াতী, মনসুর বয়াতী, হামিদ বয়াতী, শামীম বয়াতী, মজনু বয়াতী, উসমান বয়াতী, আনোয়ারা বয়াতী, ফজল করিম বয়াতী ও খোকন বয়াতী।
আয়োজন সহযোগী হিসেবে রয়েছে, চর্চা সাহিত্য আড্ডা, উদীচী শিল্পীগোষ্ঠী, ঝংকার শিল্পীগোষ্ঠী, আব্দুল মজিদ তালুকদার শিল্পীগোষ্ঠী মঙ্গলঘর পরিসর, প্রাণে প্রাণ বইকুজ ও জাসাস । মিডিয়া পার্টনার হিসেবে আছে, কেন্দুয়া প্রেসক্লাব, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব ও কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাব।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মিহির রঞ্জন দেব, সর্বস্বরের সম্পাদক আবুল কালাম আল আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মাসকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম স্বপন, কেন্দুয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও পালা নাট্যকার রাখাল বিশ্বাস, গীতিকবি মীর্জা রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
