সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা)প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকালে কেন্দুয়া জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেটি উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নেত্রকোণা জেলা বিএনপির সাধারন সম্পাদক,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,ড:রফিকুল ইসলাম হিলালী।

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইয়ার সভাপতিত্বে,পৌর বিএনপির সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মজিবুর রহমান ভূইয়া (মজনু),পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার।

এ সময় বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মজিবুর রহমান ভুউয়া (মজনু),যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক,পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খান জরিপ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,জাতীয় জীবনে এই দিনটি অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। এ দিনটি আগে সরকারি ছুটি ছিলো। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার এসে সেই ছুটি বাতিল করে।

তারা আরও বলেন, এ সংসদীয় আসনে দল ড.রফিকুল ইসলাম হিলালীকে মনোনয়ন দিয়েছে। আমরা সবাই বদ্ধপরিকর তার পক্ষে কাজ করে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবো।

এ সময় উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান জাতিকে ভূরাজনৈতিক ষড়যন্ত্র, সম্প্রসারণবাদ ও নব্য ঔপনিবেশিক প্রভাব থেকে মুক্ত করার আহ্বান জানান।দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের পরাস্ত করে দেশকে নতুন পথে এগিয়ে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *