
ডেস্ক রিপোর্টঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের উৎসব–২০২৫’। বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২৬ এর অংশ হিসেবে এই উৎসবে অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের (অনূর্ধ্ব–১৫) মোট ৩৫ জন বালক ও বালিকা।
মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শেষে মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।
অতিথিরা বলেন,তারুণ্যই পরিবর্তনের শক্তি।খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, সৃজনশীল ও দেশ প্রেমে উদ্বুদ্ধ মাদকমুক্ত এক প্রজন্ম,যারা দেশ বদলে দিতে পারে, পৃথিবী বদলে দিতে পারে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী তরুণদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয় নেত্রকোণার তারুণ্যের এই প্রাণবন্ত আয়োজন,যা আগামী দিনের তরুণদের মধ্যে নতুন প্রেরণার সঞ্চার করেছে।
