
মাজহারুল ইসলাম (উজ্জ্বল)
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোনা–৩(কেন্দুয়া–আটপাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড.রফিকুল ইসলাম হিলালী কেন্দুয়া হরিসভা দুর্গামন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার (৫ নভেম্বর) রাত নয়টার দিকে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন কমিটির নেতারা বলেন, অতীতের সংকটময় সময়ে ড. হিলালী সবসময় তাদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর সহযোগিতা, মানবিকতা ও আন্তরিকতার কথা উল্লেখ করে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ড.হিলালীকে বিজয়ী করতে সর্বাত্মক সমর্থনের ঘোষণা দেন।
প্রত্যুত্তরে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন,আমি এই কেন্দুয়া বাজারেই শৈশব, কৈশোর ও যৌবন কাটিয়েছি। মানুষের সঙ্গে ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক গড়ে তুলেছি। আমার ৪২ বছরের রাজনৈতিক জীবনে তিলে তিলে একটি স্বপ্ন লালন করেছি—এই এলাকার উন্নয়ন করা। সেই পথচলায় আপনাদের সহযোগিতা চাই।
তিনি আরও বলেন, আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। যদি জনগণ আমাকে এমপি নির্বাচিত করেন, তবে আপনাদের সব দাবি-সমস্যা সমাধানে সর্বোচ্চ দায়িত্ব পালন করব। অতীতের মতো ভবিষ্যতেও আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা মনে করেন, দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক, অঞ্চলের মানুষের সুখ–দুঃখে সক্রিয় উপস্থিতি এবং উন্নয়নমুখী প্রতিশ্রুতির কারণে ড. হিলালী এলাকার জনগণের কাছে একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
