সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে কিরাত,হামদ-নাত ও আযান প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ইসলামী সংস্কৃতি বিকাশে কিরাত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। এ সময় উপজেলার বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ,স্কুল- মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আগামী ১২ ও ১৩ নভেম্বর উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত জালাল মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত কেরাত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *