সর্বশেষ
15 Nov 2025, Sat

যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো:পূর্বধলায় খেলাফত মজলিসের গণসমাবেশে আল্লামা মামুনুল হক

মোঃ নজরুল ইসলাম, পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধিঃ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন,বাংলাদেশ এখন দুই পথে দাঁড়িয়ে- একদিকে ১৯৭২ সালের বাকশালী ব্যবস্থায় ফিরে যাওয়া, আর অন্যদিকে জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের নির্মাণ।

মঙ্গলবার (৪ নভেম্বর)রাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার হেলিপ্যাড মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, ৭২-এর বাকশালীরা আবারও ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। বাংলার মাটিতে জুলাই বিপ্লবকে ব্যর্থ করার যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন,জুলাই সনদের গুরুত্ব এখানেই-এর মধ্যে আছে ১৯৪৭ সালের ইতিহাস, ২০১৩ সালের শাপলা চত্বরের ত্যাগ, একাত্তরের চেতনা, আর ২০২৪ সালের সারা বাংলার ঐক্যবদ্ধ বিপ্লবের বার্তা।

বক্তব্যে তিনি শেখ হাসিনা সরকারের আমলের হত্যাকাণ্ড,স্বৈরাচারী আচরণ ও প্রতিশোধমূলক রাজনীতি’র তীব্র সমালোচনা করেন।একইসঙ্গে তিনি জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি, গণভোট, নির্বাচনকালীন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও খেলাফত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোশারফ হুসাইন খান।

এসময় আল্লামা মামুনুল হক নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা মোশারফ হুসাইন খানকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণা করেন এবং সকলকে নির্বাচনে তার পক্ষে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন,মহাসচিব মাওলানা আলী উসমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, নেত্রকোণা জেলা সভাপতি আল্লামা জিয়া উদ্দিন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মাসুম মোস্তফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *