
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তা দখল,যত্রতত্র পার্কিং ও ড্রাইভিং লাইসেন্সবিহীনভাবে যান চালানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট সাতটি মামলায় ৭ জনকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর ) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত কেন্দুয়া উপজেলার কেন্দুয়া মডেল স্কুলের সামনে ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোট ৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। এ সময় তিনি জনসাধারণকে পথচারী ও যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে নিয়ম না মানলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেন।
অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
