সর্বশেষ
15 Nov 2025, Sat

নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতা ও বাছাই সম্পন্ন

ডেস্ক রিপোর্টঃ

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে,বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে দশটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের (অনূর্ধ্ব-১৫) ১০৭ জন বালকের অংশগ্রহণে ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতা ও বাছাই অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২ নভেম্বর)বিকেলে নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতা ও বাছাই অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রাফিকুজ্জামান।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

প্রতিযোগিতা ও বাছাই শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *