সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

‘সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়’প্রতিপাদ্যে নেত্রকোণার কেন্দুয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন,বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‍্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপজেলা সমবায় অফিসার মো.কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো.মাহফুজুর রহমানের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম।

এছাড়াও বক্তব্য রাখেন, ফ্রিল্যান্সিং মহিলা সমিতির সভাপতি রুমা আক্তার,রঙিন বাড়ি আইটি সলিউশনের চেয়ারম্যান উদ্যোক্তা সাইমন জাহান খান, ফুটন্ত কলির সভাপতি মো. শাহজাহান শেখ,মো.নজরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমবায় সমিতির মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে সবার তথা তরুণদের অংশগ্রহণ খুবই জরুরি বলে উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন,উদ্যোক্তা, শিক্ষক,সাংবাদিক,সরকারি কর্মকর্তা,কর্মচারীবৃন্দ ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *