সর্বশেষ
15 Nov 2025, Sat

আধুনিক রূপে ফিরছে নেত্রকোণা আন্তঃজেলা বাসস্ট্যান্ড

ডেস্ক রিপোর্টঃ

অবশেষে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ভগ্নদশার অবসান ঘটতে যাচ্ছে নেত্রকোণা আন্তঃজেলা বাসস্ট্যান্ডে।পৌর শহরের পারলা এলাকায় অবস্থিত এই গুরুত্বপূর্ণ টার্মিনালটি সংস্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন,যা নেত্রকোণাবাসীর বহু দিনের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে চলেছে।

মঙ্গলবার(২৮ অক্টোবর) পরিদর্শনকালে জেলা প্রশাসক আব্দুল্লাহ্ আল মাহমুদ জামান জানান, দ্রুত সময়ের মধ্যেই বাসস্ট্যান্ডের পূর্ণাঙ্গ সংস্কার কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এখানে দুটি আধুনিক টয়লেট, ছাউনী প্ল্যাটফর্ম, অবৈধ স্থাপনা উচ্ছেদ,বিদ্যুৎতায়ন সহ নানা উন্নয়নমূলক উদ্যোগ নেয়া হয়েছে। আমরা চাই মানুষ যেন স্বস্তিতে,নিরাপদে ,আনন্দে সুশৃঙ্খলভাবে ভ্রমণ করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার,জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ্ আল মামুন খান রনি,এস.এম.শফিকুল কাদের সুজা,জেলা প্রেসক্লাব সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল,সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার জানান,সিআরডিপি প্রকল্পের আওতায় বাসস্ট্যান্ডটি একটি আধুনিক টার্মিনালে রূপান্তরের পরিকল্পনা নেয়া হয়েছে। তিনি বলেন,ভঙ্গুর অবকাঠামো ও যানজটের কারণে যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ এখন অতীত হতে চলেছে।সংস্কার শেষ হলে নেত্রকোণা পরিবহন ব্যবস্থার এক নতুন অধ্যায় সূচিত হবে।

দীর্ঘদিনের অব্যবস্থাপনা, ভাঙাচোরা রাস্তা ও নোংরা পরিবেশে অতিষ্ঠ ছিল সাধারণ যাত্রীরা। অবশেষে এই সংস্কার কার্যক্রমে নেত্রকোণাবাসীর মনে ফিরছে আশার আলো।তারা বিশ্বাস করেন,নতুন রূপে গড়ে উঠবে এক পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও আধুনিক বাস টার্মিনাল,যা জেলা শহরের প্রাণকেন্দ্রে ভ্রমণযাত্রীদের জন্য হয়ে উঠবে স্বস্তির ঠিকানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *