সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা ও পৌর যুবদলের একাংশের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন।পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোলাইমান এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দুয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান রতন এবং বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য দেলোয়ার হোসেন মামুন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সারোয়ার জাহান জুয়েল ও পৌর যুবদলের মোহাম্মদ বাবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মো.আব্দুল কাদির আহমেদ (সুরুজ) ও মো.আক্কাস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান, পৌর কৃষক দলের সভাপতি মো. আবু সিদ্দিক সিদ্দু প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস আহমেদ,কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাকারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, মোশারফ হোসেন মিন্টু, ইমরান হাসান আফজাল, নাসিমুল হক দানু, আজহারুল ইসলাম কচি, শফিকুল ইসলাম শফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, যুবদল সবসময় দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতেও বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল সক্রিয় ভূমিকা রাখবে।

আলোচনা শেষে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *