
কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় চিকনী গ্রামের দুষ্কৃতিকারী জোসনা আক্তার কর্তৃক জালাল এর পুকুরে বিষ প্রয়োগ করে ২০ লক্ষ টাকার শিং মাছ মেরে ফেলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে গড়াডোবা ইউনিয়নের ভূক্তভোগী ও এলাকাবাসীর আয়োজনে বৃচিকনি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা আহসান হাবিব (তাহের) ও আনোয়ার হোসেন।
বক্তারা বৃচিকনি গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে মো.জালাল মিয়ার পুকুরে গত ১১ অক্টোবর দিবাগত রাতে বিষ প্রয়োগ করে ২০ লক্ষ টাকার শিং মাছ মেরে ফেলার অভিযোগ তুলেন,একই গ্রামের বাসিন্দা মো.রহমত উল্লার স্ত্রী জোসনা আক্তারের দিকে।
উল্লেখিত দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত জেরে শত্রুতা বিরাজমান ছিলো উল্লেখ করে এর আগে গ্রাম্য সালিসিতে জোসনা আক্তারকে দোষী সাব্যস্ত করে ক্ষতিপূরণ চাওয়া হলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় বলেও জানান তারা। ফলে জোসনা আক্তারের অপকর্মের নিন্দা জানিয়ে তার কঠিন শাস্তির দাবিও করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য স্বপন তালুকদার,স্থানীয় বাসিন্দা শহীদ মিস্ত্রি,মেহেদী হাসান, তৌহিদ মিয়া, ইনছান উদ্দিনসহ এলাকার বিভিন্ন বয়সী লোকজন।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান,অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, জোসনা আক্তারের বাড়িতে গিয়ে ঘরে তালা ঝুলতে দেখা যায়।
