
মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় চিরাং বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরু কমান্ডার ফাউন্ডেশন।
শুক্রবার (২৪ অক্টোবর)দুপুরে জাতীয়তাবাদী দলের একাংশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনটির উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পুত্র ও নেত্রকোণা জেলা যুবদলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে কবিরুল ইসলাম কবির বলেন,“আজ আমার বাবার নামে ফাউন্ডেশন উদ্বোধন করতে পেরে আমি গর্বিত।এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো হতদরিদ্র মানুষের সহায়তায় কাজ করা।আমরা চাই,সমাজে মানবিক মূল্যবোধ ও জাতীয়তাবাদী চেতনা আরও দৃঢ় হোক।”
তিনি আরও বলেন,এই আয়োজন আজ জাতীয়তাবাদী আদর্শের কর্মীদের মিলনমেলায় পরিণত হয়েছে। কিন্তু দুঃখজনক হলো, দীর্ঘ ১৭ বছর ধরে যারা দলের জন্য নির্যাতিত হয়েছেন,তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না; বরং সুযোগ পাচ্ছে নব্য সুবিধাবাদীরা।আমি এর তীব্র নিন্দা জানাই।
বিএনপি রাজনীতির প্রেক্ষাপটে নিজের অবস্থান উল্লেখ করে তিনি বলেন,আমাকে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করার পরেও পরে নাম কেটে দেওয়া হয়েছে, যার কারণ আমি জানি না। তবুও আমি বিএনপির আদর্শে অটল আছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনীত করবে, আমি তার পক্ষেই কাজ করব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— চিরাং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম ভুঞা, মোজাফরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান ভুঞা লিটন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহীদুল্লাহ, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সালেহ আহমেদ, সাধারন সম্পাদক শামীম আহমেদ,সহ সাংগঠনিক আব্দুল হেলিম,চিরাং বাজার কমিটির সাধারন সম্পাদক টিটু মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ চন্দন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য জাহাঙ্গীর আলম,জেলা ছাত্রদলের সাবেক সদস্য শামসুল আরেফিন হীরা,পাইকুড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সোহেল আহমেদ,চিরাং ইউনিয়ন জিয়া পরিষদের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
