সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়া পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন, কেন্দুয়া পৌর প্রশাসক,উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিনি।

অভিযান চলাকালে কেন্দুয়া পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের নকশা না মেনে গড়ে তোলা একটি ভবনের অবৈধ অংশ ভাঙা,কোর্ট রোডের মল্লিক ভিলার অবৈধ দেয়াল ভাঙাসহ স্থায়ী-অস্থায়ী একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।এছাড়াও কেন্দুয়া কাঁচা বাজারে এক মুরগী ব্যবসায়ীকে পরিবেশ আইনে ১হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সকলকে সতর্ক করা হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন তিনি।

এ সময় সঙ্গে ছিলেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ পুলিশ,আনসার,ফায়ার সার্ভিসের কর্মীরা ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার মুঠোফোনে জানান,এর আগে অনেককেই লিখিত নোটিশ দেয়া হলেও অবৈধ স্থাপনা না সরানোয় এবং জনসাধারণের চলাচলের সুবিধার্থে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো বলেন, পরিবেশ আইনে ১জনকে ১হাজার টাকা জরিমানাও করা হয় এবং এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *