
মাজহারুল ইসলাম উজ্জ্বল, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
‘দক্ষতায় তারুণ্য, সমৃদ্ধির আগামী’ এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণার কেন্দুয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে এনআরবিসি ব্যাংক কেন্দুয়া উপশাখা আয়োজিত দুই দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ও আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি।
বুধবার(২২ অক্টোবর) সকালে কেন্দুয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রফেসর সুব্রত নন্দী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক কামরুল হাসান খান পাঠান, প্রভাষক আব্দুল মালেক, প্রভাষক আবুল বাশার মিয়া এবং প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের কেন্দুয়া উপশাখার ইনচার্জ মোঃ নাজমুল হক এবং সঞ্চালনা করেন ক্রেডিট অফিসার আমিনুল ইসলাম সোহাগ।
এছাড়া উপস্থিত ছিলেন জিপি ইনচার্জ তুহিন ভুঞাসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় শিক্ষার্থীরা।
উৎসবে ব্যাংকের বিভিন্ন সেবা ও পণ্য যেমন— স্টুডেন্ট ফাইল, নিউ জেন ডুয়েল কারেন্সি কার্ড,লাইফস্টাইল লোন, এনআরবিসি নিউজেন, সিবিআরএন,নিউজি অ্যাকাউন্ট ইত্যাদি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়।
এনআরবিসি ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশের তরুণ প্রজন্মকে ক্যাশলেস লেনদেনের প্রতি উৎসাহিত করা এবং আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।পাশাপাশি দেশ বা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদানে ব্যাংক সর্বদা পাশে থাকবে।
দুই দিনব্যাপী এই উৎসবটি কেন্দুয়ার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
