সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় জামায়াতে ইসলামী প্রার্থীর নেতৃত্বে লিফলেট বিতরণ

কোহিনূর আলম,কেন্দুয়া(নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক লিফলেট বিতরণ করা হয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।

রবিবার (১৯অক্টোবর) দুপুরে কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক খায়রুল কবির নিয়োগীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা এ লিফলেট বিতরণ করেন।

এ সময় কেন্দুয়া উপজেলা জামায়াতের আমির সাদেকুর রহমান,নায়েবে আমির রফিকুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন,কারচুপি, অনিয়ম রোধ, ভোটকন্দ্রে দখল ও সহিংসতা প্রতিরোধসহ কালো টাকা ও পেশীশক্তির প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।পাশাপাশি ‘পিআর’ পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *