
মাজহারুল ইসলাম উজ্জ্বল,কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় জমি দখল নিয়ে বিরোধের জেরে এক নারী ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোছাঃ হাজেরা খাতুন ওরফে আজেরা খাতুন (৫৮) নামের এক নারী রবিবার (১৯ অক্টোবর) কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের সহিলাটী গ্রামের হাজেরা খাতুনের সৎ ভাইয়ের পুত্র ও নাতিরা দীর্ঘদিন ধরে তার বসতবাড়ির পেছনের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে।গত শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এ নিয়ে গ্রামের শালিশ বৈঠক বসলে বিবাদীরা শালিশ না মেনে দা, লাঠি ও বল্লম নিয়ে হাজেরা খাতুনের দুই ছেলে শরীফ ও রুহুল আমীনের ওপর হামলার চেষ্টা করে। এসময় শরীফকে বল্লম দিয়ে আঘাতের চেষ্টা করা হলে সে অল্পের জন্য প্রাণে রক্ষা পায়।
হাজেরা খাতুন অভিযোগে উল্লেখ করেছেন, স্থানীয়দের হস্তক্ষেপে তারা বেঁচে গেলেও বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিয়েছে যে সুযোগ পেলে তার দুই ছেলেকে হত্যা করবে। বর্তমানে তারা বিভিন্ন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে,ফলে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এছাড়া অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা ওই জমির পাশের দুটি পুকুরের পাড়ে থাকা কলা, আম, লেবু, কাঠাল ও সুপারি গাছ কেটে ফেলেছে—যার ফলে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি পুকুরের পানিসেচ পাম্প ও পাইপ কেটে দেওয়ায় প্রায় তিন লক্ষ টাকার মাছ মারা যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনার সাক্ষী হিসেবে হাজেরা খাতুনের ছেলে শরীফ, রুহুল আমীন, আঃজব্বার ও বারেক ভূঁইয়ার নাম উল্লেখ করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বিকালের দিকে সরেজমিনে গেলে স্থানীয় আব্দুল জব্বার বলেন,জমি সংক্রান্ত ঘটনায় গতকাল সকল এলাকাবাসীর সমন্বয়ে গ্রাম্য সালিশ হয়।সালিশের বাকবিতন্ডার এক পর্যায়ে বাচ্চু মিয়া ও নুরুল হকের লোকজন আজেরা খাতুনের দখলকৃত পুকুরে গিয়ে পুকুর পাড়ে লাগানো কলা,আম,লেবু সহ অন্যান্য সকল গাছ কেটে ফেলে।
স্থানীয় গ্রামবাসী মিলন মিয়া বলেন,জায়গা সংক্রান্ত ঘটনায় প্রায় ১৫ বছর ধরে কোর্টে মামলা চলমান। দখলকৃত ভুমি আজেরা আক্তারের দখলে কিন্তু বিআরএস মুলে বাচ্চু মিয়া গংয়েরা তাদের দাবী করছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
