
ডেস্ক রিপোর্টঃ
দেশবরেণ্য কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ সহচর, ‘উত্তর আকাশ’পত্রিকার সম্পাদক এবং বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত লেখক খালেকদাদ চৌধুরীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার,অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক, লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদ-এর সভাপতি প্রফেসর ননী গোপাল সরকার।সঞ্চালনা করেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক,লেখক ও কবি তানভীর জাহান চৌধুরী।
বক্তারা বলেন, খালেকদাদ চৌধুরী ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সাহিত্য ও প্রবন্ধচর্চা বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন ও সাহিত্যকর্ম অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
