সর্বশেষ
15 Nov 2025, Sat

নেত্রকোণা জেলা প্রশাসকের সাথে কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

রবিবার (১২ অক্টোবর)দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন,কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারন সম্পাদক আব্দুল হাই সেলিম, সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎ কালে আব্দুল হাই সেলিম তাঁর রচিত সেলিম গীতি “স্বরুপে অপরুপ ” বইটি উপহার হিসেবে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের হাতে।

এ বিষয়ে কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃরফিকুল ইসলাম (রফিক) জানান, অত্যন্ত আন্তরিকতার সাথে জেলা প্রশাসক মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে আমাদের।তিনি আরো বলেন,আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসক মহোদয় সরকারি সফরে কেন্দুয়ায় আসছেন। উপজেলা পরিষদ, ভূমি অফিস, পৌর পরিষদসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করবেন তিনি।ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবও পরিদর্শন করবেন বলে তিনি আশ্বস্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *