সর্বশেষ
15 Nov 2025, Sat

কেন্দুয়ায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় সারা দেশের ন্যায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।

রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য সেবা বিভাগের আয়োজনে কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের গুরুত্ব উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন এবং এই টিকা গ্রহণে শিশু শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাঈম হাসান ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ডাঃ রজ গোপাল মোদক,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সবুর মিয়া, উপজেলা মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সাকীসহ অন্যান্য শিক্ষক, স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য,১২ অক্টোবর থেকে আগামী ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি চলবে।প্রথম দিনে মোট ২৮০০ জন শিশুর লক্ষ্য নিয়ে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান করা হয়। এর মধ্যে উদ্বোধনী দিনে মোট ভ্যাক্সিন নিয়েছে ২১২৮ জন শিশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *