
ইকবাল ভূইয়া, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়ায় বুধবার(৮ অক্টোবর)সকালে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা হল রুমে অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ,আটপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ,সমাজসেবা কর্মকর্তা আবদুল মুমিন মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষকবৃন্দ,স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
