
ইকবাল ভূইয়া, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোণার আটপাড়য় ইকরাটিয়া আনোয়ারা আব্দুল আজিজ তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয়ে বুধবার(৮অক্টোবর) দুপুরে এক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় নারী পাচার, ইভটিজিং, বাল্যবিবাহ, মোবাইলের কুফল সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দুয়া,আটপাড়ার সার্কেল অফিসার(এএসপি) গোলাম মোস্তফা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, আটপাড়া থানার ওসি তদন্ত প্রদীপ কুমার, সেকেন্ড অফিসার ইদ্রিস আলী,এস আই রফিকুল ইসলাম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল আলমসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।
সভায় বক্তারা বলেন,বাংলাদেশে নারীরা আজও নানা ধরনের সামাজিক,অর্থনৈতিক ও শারীরিক সহিংসতার শিকার হচ্ছেন। সমাজে একদিকে উন্নয়ন ও পরিবর্তন ঘটলেও নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও শোষণ অব্যাহত রয়েছে। কর্মক্ষেত্র, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপরিসরে নারীরা প্রায়ই বৈষম্য ও নির্যাতনের সম্মুখীন হন। বিশেষ করে নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানি, বাল্যবিবাহ এবং পারিবারিক নির্যাতন আজও আমাদের সমাজে গভীরভাবে প্রোথিত।এ থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে সচেতন হতে হবে ও নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে।
