সর্বশেষ
15 Nov 2025, Sat

ব্র্যাকের উদ্যোগে মদনে হতদরিদ্র সদস্যদের মাঝে দুই হাজার হাঁসের বাচ্চা বিতরণ

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার মদন শাখার ব্র্যাক মাইক্রো ফাইনান্স প্রোগ্রাম (দাবি)এর উদ্যোগে হতদরিদ্র ১শত সদস্যদের মাঝে ২ হাজার হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।

বুধবার(৮ অক্টোবর) মদন ব্র্যাক কার্যালয়ের সামনে উক্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন সেন্ট্রাল-২ ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, ব্র্যাক মাইক্রো ফাইনান্স প্রোগ্রাম (দাবি) আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মাসুদ করিম সিদ্দিকী, বিজনেস ডেপলেপমেন্ট ইউনিট এর ডেপুটি ম্যানেজার মোঃ আল মামুন,এস এম হাসনাত আলী, স্বাস্থ্য প্রকল্পের এলাকা ব্যবস্থাপক মোঃ বজলুর রশিদ,এলাকা ব্যবস্থাপক প্রণতি মুক্তি রানী,শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদ,শাখা ব্যবস্থাপক আব্দুল ওদুদ, সহকারী শাখা ব্যবস্থাপক হানিক উদ্দিন প্রমুখ।প্রতি সদস্যের মাঝে ২০টি করে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *