সর্বশেষ
15 Nov 2025, Sat

এনজিও কর্মকর্তা আজহারুলের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে নেত্রকোণায় এলাকাবাসীর মানববন্ধন

ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোণায় এনজিও কর্মকর্তা মোঃ আজহারুল ইসলামের ওপর রূপসী বাংলা সমিতির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)রফিকুল ইসলাম,তার সহযোগী রাকিব মিয়া ও আকাশ মিয়ার বর্বরোচিত হামলার ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীর এলাকাবাসী।

সোমবার(৬ অক্টোবর)বিকেলে নেত্রকোণা সদর উপজেলার কুমড়ী বাজার এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,ভুক্তভোগী আজহারুল ইসলাম রূপসী বাংলা সমিতির মধ্যনগর শাখায় কর্মরত ছিলেন।গত ৪ অক্টোবর সমিতির এমডি রফিকুল ইসলাম অফিসের হিসাব–নিকাশের কথা বলে আজহারুলকে নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকার একটি ভাড়া বাসায় ডেকে নেন।সেখানে এমডি রফিকুল ইসলাম ও তার সহযোগী রাকিব,আকাশ এনজিও কর্মকর্তা আজহারুলের উপর পৈশাচিক নির্যাতন চালায় এবং শরীরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক শক দেন।

পরে বিষয়টি জানাজানি হলে স্বজনরা আজহারুলকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মানববন্ধনে বক্তারা রূপসী বাংলা সমিতির এমডি রফিকুল ইসলাম,সহযোগী রাকিব,আকাশসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন রৌহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.রেহান,সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল জলিল,আবুল কাশেম ফকির,আতাউর রহমান ফারুক,মিজানুর রহমান রুকন,আমিরুল ইসলাম ফকির,আজিজুল ইসলাম খান শিপন,সুলতান আলম,নাজমুল ফকির,মিনা বেগমসহ এলাকার রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য,এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রুনা আক্তার বাদী হয়ে রুপসী বাংলা সমিতির এমডি রফিকুল ইসলাম,রাকিব মিয়া,এরশাদুল হক,আকাশ মিয়া ও মন্টু মিয়াকে বিবাদী করে নেত্রকোণা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *