
নেত্রকোণা প্রতিনিধিঃ
দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় ৪র্থ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রোববার(৫ অক্টোবর)সকালে নেত্রকোণা জেলা শহরের মোক্তারপাড়ায় ইলার্নিং এন্ড আর্নিং লিঃ সেন্টারে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভাচুর্য়ালি শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।
ইলার্নিং এন্ড আর্নিং লিঃ ময়মনসিংহ বিভাগীয় প্রধান মোঃ দেলোয়ার হোসেন খান জানান, নেত্রকোণা জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় ৪র্থ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ৭৫ জন প্রশিক্ষণার্থীদের অংশ গ্রহণে যুব উন্নয়ন অধিদপ্তরের নেত্রকোণার উপপরিচালক ফারজানা পারভীনসহ প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন – ইলার্নিং এ্যন্ড আর্নিং লিঃ জেলার সহকারী কো-অর্ডিনেটর জাহানারা আক্তার,জেলার ট্রেইনার মোঃ বিপ্লব,অপূর্ব মজুমদার,অন্তর সাহা প্রমুখ।
