
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার আটপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামি উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে আটপাড়া উপজেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা জমায়েতের সহ- সেক্রেটারি প্রাক্তন ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন সাইফুল,বাংলাদেশ ইসলামি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেলা জামাতের অন্যতম নেতা বিশিষ্ট সংগঠক জননেতা হাবিবুর রহমান হাবিব, ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও নেত্রকোনা জেলার কাজী কল্যাণ সমিতির সভাপতি মাওলনা কালাম উদ্দিন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মোবারক হোসেন, আটপাড়া উপজেলা জামায়েতের আমির মাওলানা হোসাইন আহমেদ একদিলের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, জেলা জামায়েতের টিম সদস্য সাবেক উপজেলা আমীর মো. ইউসুফ,উপদেষ্টা সেক্রেটারি সাইফুল ইসলামসহ উপজেলা কর্ম পরিষদের সদস্যবৃন্দ এবং ইউনিয়ন থেকে আগত সভাপতি,সেক্রেটারি এবং সদস্যবৃন্দ৷
